ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা বিনামুল্যে
গর্ভবতী সেবা
গভোত্তর সেবা
এম,আর সেবা
নবজাতকের সেবা
৫ বৎসরের কমবয়সীদের সেবা
প্রজনন তন্ত্রের/ যৌনবাহিত রোগের সেবা
ই,পি আই সেবা
ভিটামিন এ ক্যাপসুল বিতরন
খ)পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত)
পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান
খাবার বড়ি
জন্ম নিরোধক ইনজেকশন
আই,ইউ,ডি/কপার-টি
ইমপস্নান্ট
ভ্যাসেকটমি/এনএসভি(স্থায়ী পদ্ধতি)
টিউবেকটমি(স্থায়ী পদ্ধতি)
পরিবার পরিকল্পনা গ্রহন পদ্ধতি/ব্যবহারজনিত পাশ্বপ্রতিক্রিয়া ও জটিলতার সেবা।
গ)সরকার নির্ধারিত মুল্যে প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবাঃ
কনডম-১(এক) ডজন= ১(এক) টাকা ২০(বিশ) পয়সা
ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিন্মলিখিত সুবিধা দিয়ে থাকেঃ
আই ইউ ডি/কপার-টি এর ক্ষেত্রে = ১৭৩/- টাকা এবং ফলোআপ ২৭৬/- (৯২/- + ৯২/- + ৯২/-)
নরপস্নান্ট বা ইমপস্নান্টের ক্ষেত্রে = ১৭৩/- টাকা এবং ফলোআপ ২৪৩/- (৮১/- + ৮১/- + ৮১/-)
স্থায়ী পদ্ধতিঃ (পুরম্নষ)এর ক্ষেত্রে = ২৩০০/- (দুই হাজার তিনশত) টাকা ও একটি লুঙ্গী
স্থায়ী পদ্ধতিঃ (মহিলা) এর ক্ষেত্রে = ২৩০০/- (দুই হাজার তিনশত) টাকা ও একটি শাড়ী ।
ঙ) অন্যন্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)
সাধারন রোগীদের সেবা
বয়সন্ধিকালীন সেবা ( কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা )
স্বাস্থ্য শিক্ষামূলক সেবা
চ) প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবাকেন্দ্র প্রেরন (রেফার)
ছ) এছাড়াও নিদ্ধারিত কেন্দ্র বেসিক জররম্নী প্রসূতি সেবা/সমন্বিত জররম্নী প্রসুতি সেবা প্রদান করা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস